তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

সেই কথা মাথায় রেখে দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিতে চায় রাজ্যের শাসক দল।আজকের এই বিশেষ দিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে

Must read

বিপুল উৎসাহে নতুন বছরকে স্বাগত জানানো হল৷ এসে পড়েছে আরও একটা নতুন বছর৷ ৩১ ডিসেম্বরে সারা দিন জুড়েই দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে ছিল ৷ নতুন বছর উপলক্ষে সেজে উঠেছিল দেশ৷ কলকাতা, ছাড়াও মুম্বই, দিল্লি ও চেন্নাই, এবং বেঙ্গালুুর শহরেও মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ আর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে থাকছে দলের ও শীর্ষ নেতৃত্বের তরফে নতুন অঙ্গীকার। প্রসঙ্গত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয়। আজ রবিবার রবিবার ২৫ বছর পূর্ণ করল এই দল।

আরও পড়ুন-দুর্নীতির চাপে আত্মহত্যা ফের বিতর্ক কর্নাটকে

আজ, রবিবার প্রতিষ্ঠা দিবসে সারাদিন ধরেই সামাজিক কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করা হয়। প্রত্যেকটি জেলা কার্যালয়ে আজ দলীয় পতাকা উত্তোলন হয়েছে। তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয়ে নতুন ভবন তৈরির পরিকল্পনা চলছে আর সেই পরিপ্রেক্ষিতে আজ ভিত পুজো।

আরও পড়ুন-রাজধানীতে মাত্রাছাড়া দূষণ, জারি নিষেধাজ্ঞা

সামনে দলের বড় চ্যালেঞ্জ আসছে। সেই কথা মাথায় রেখে দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিতে চায় রাজ্যের শাসক দল।আজকের এই বিশেষ দিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। নতুন একটা বছরে পা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি। একে অপরকে সম্মান করা ও দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা বার বার মনে করিয়েছেন তিনি।

 

Latest article