গুরু নানক ভবনে’র জমি প্রস্তুত, সঠিকভাবে আবেদন করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রথমে অনুষ্ঠানস্থলে পৌঁছে গুরুনানকের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্যরা।

Must read

সোমবার, বিকেলে গুরু নানকের (Guru Nanak) জন্মজয়ন্তী উপলক্ষ্যে শহিদ মিনারের (Shahid Minnar) অনুষ্ঠানে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, গুরু নানক ভবনে’র জমিটির বাজার মূল্য ৬ কোটি টাকা। সেটা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই জমিতে জনসেবামূলক কাজ, লঙ্গরখানা ইত্যাদি হবে বলে জানান তিনি এবং তার জন্য আবেদন করতে হবে। আবেদন পত্র প্রথমে বোর্ডে ও পরে মন্ত্রিসভায় (Cabinet) পাশ করাতে হবে। সেইভাবে আবেদন করলেই জমি এক টাকার বিনিময়ে দেওয়া যাবে। তবে, জমি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-স্বস্তি সোরেনের, খনি দুর্নীতি ও আর্থিক তছরুপ মামলায় তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

এদিনের অনুষ্ঠানে শিখ ধর্মগুরুদের আত্মত্যাগের কথা স্মরণ করেনম মমতা। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সবার আগে পাঞ্জাব ও বাংলা রয়েছে। গুরু নানক জন্মজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নদিয়া সফর থাকায় এদিনই অনুষ্ঠানে যোগ দেন তিনি। হালুয়া খাওয়ার আবদারও করেন মমতা। বলেন, “আমাকে হালুয়া পাঠিয়ে দেবেন।“

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা আরও একটি আবেদনপত্র পাঠান। সেখানে উল্লেখ করুন এই জমিতে যে এই জমিতে গুরু নানক ভবন তৈরি করা হবে তা জনহিতকর কাজে ব্যবহার করা হবে। আপনারা জানান, গুরুদ্বারায় লঙ্গর চালাতে চান, গেস্ট হাউজ কিংবা কোনও জনসেবামূলক কাজে এই জমির ব্যবহার করতে চান। তবে আমি এক টাকার বিনিময়ে এই জমি আপনাদের দিয়ে দেব। হিডকো বোর্ডে আবেদন করতে হবে। তারপর প্রশাসন বিষয়টা দেখে নেবে।’

আরও পড়ুন-রাশিয়া সফরে বিদেশমন্ত্রী জয়শংকর, পুতিনের সঙ্গে সাক্ষাৎ

প্রথমে অনুষ্ঠানস্থলে পৌঁছে গুরুনানকের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যান্যরা।

Latest article