যৌতুকের দাবিতে স্ত্রীকে কুয়োতে ঝুলিয়ে রেখেছিল এক ব্যক্তি। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই মধ্যপ্রদেশের পুলিশ (Madhya Pradesh Police)সেই ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি ২০শে আগস্ট নিমুচে ঘটেছে যেটি জাওয়াদ থানার অন্তর্ভুক্ত বলে খবর।
আরও পড়ুন-তামিলনাড়ু হাইওয়েতে লরিকে ধাক্কা দ্রুতগামী ভ্যানের, মৃত ৬
জানা গিয়েছে, রাকেশ কির নামে ব্যক্তিটি তার স্ত্রী ঊষাকে একটি কুয়োয় ঝুলিয়ে ভিডিও করেছিল। ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা ক্রমাগত নিজের প্রাণভিক্ষা করছিলেন এবং কাঁদছিলেন। কিন্তু তার স্বামীর মানসিকতার পরিবর্তন হয়নি। সেখানেই থেমে যান নি তিনি। পরে তিনি ভিডিওটি তার স্ত্রীর আত্মীয়দের কাছে পাঠান। এই ঘটনার পরে সেই আত্মীয়রা গ্রামের কিছু লোকের সাথে যোগাযোগ করে তাদের মেয়েকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। তাদের সাহায্যেই অবশেষে কুয়ো থেকে মহিলাকে তোলা হয়।
আরও পড়ুন-সংসদের কৌশল : সংবিধান বদলের এককাট্টা প্রতিবাদ
এরপর মহিলা নিজেই থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। বিষয়টি পুলিশকে জানানোর পর সমস্ত বিষয় খতিয়ে দেখে রাকেশকে গ্রেফতার করা হয়। ঘটনার বিষয়ে মন্তব্য করে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যৌতুকের জন্য ৩ থেকে ৫ লাখ টাকা দাবি করে এমন একটি ঘৃণ্য কাজ করেছে। আপাতত সেই ব্যক্তির স্ত্রী সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।