রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন। ১০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ফের কলকাতায় ফিরবেন। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর

Must read

জি–২০ (G20) শীর্ষ সম্মেলনেই আগে দেশের রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) একটি নৈশভোজের আয়োজন করছেন। সেই চিঠি বিলি হওয়ার পরেই দেশজুড়ে বিতর্ক চলছে। দেশের সব শীর্ষ নেতা–নেত্রীরা এই আমন্ত্রণপত্র নিয়ে প্রশ্ন চিহ্ন রাখছেন। সেখানে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আপত্তি জানিয়েছিলেন কিন্তু জি–২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-স্ত্রীকে কুয়োয় ফেলে যৌতুকের দাবি ব্যক্তির, ভাইরাল ভিডিও মধ্যপ্রদেশে

আগামী ৯ সেপ্টেম্বর ওই নৈশভোজে যোগ দেবেন দেশের বিরোধী নেতা–নেত্রীরাও। রাষ্ট্রপতির নৈশভোজে যাওয়া সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আরও পড়ুন-তামিলনাড়ু হাইওয়েতে লরিকে ধাক্কা দ্রুতগামী ভ্যানের, মৃত ৬

মমতা বন্দ্যোপাধ্যায় ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন। ১০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ফের কলকাতায় ফিরবেন। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর। স্পেন এবং দুবাই যাওয়ার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই, কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এই সফরে ছাড়পত্র দিয়েছে। তাই সৌজন্যের খাতিরে এই নৈশভোজে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লিতে পৌঁছে তিনি ইডিয়া জোটের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করবেন। ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে ‘ইন্ডিয়া’র নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠক বসার দিন স্থির করা আছে।

Latest article