প্রতিবেদন : ফের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চরম অভব্যতা। এবার নিজের থুতু চেটে খেতে বাধ্য করা হল এক বৃদ্ধকে। পাশাপাশি তাঁর জুতোর মালা গলায় পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয় বলেও অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে ঘটায় সকলে দেখলেও কেউই প্রতিবাদ করেনি বলে খবর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগর এলাকার ঘটনা। ঘটনাটি সামনে আসতেই ফের দেশের কাছে মাথা হেঁট হল যোগীরাজ্যের। সূত্রের খবর, তিঘরা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধের নাম মহব্বত আলি, বয়স ৭৫ বছর। গ্রামেরই এক দলের বিরুদ্ধে বৃদ্ধকে হেনস্থার অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁর মুখে কালিও লেপে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই বৃদ্ধকে হেনস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা গিয়েছে, সকলে মিলে একজোট হয়ে বৃদ্ধের মুখে কালি মাখিয়েছে এবং তাঁকে পরিয়ে দিয়েছে জুতোর মালা। নিজের থুতু নিজেকেই চাটতে বাধ্য করা হচ্ছে তাঁকে। হাঁটানো হচ্ছে রাস্তা দিয়েও। বিষয়টি ভাইরাল হতেই যোগী পুলিশের ‘অতিসক্রিয়তা’ চোখে পড়ে। তদন্তের পর পুলিশের দাবি, ওই বৃদ্ধের বিরুদ্ধে এক কিশোরীকে নিগ্রহের অভিযোগ ছিল। থানায় নিগৃহীতা কিশোরীর বাবা বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই তাঁকে শাস্তি দিতে একজোট হন গ্রামবাসীরা। কিন্তু কেন আইন হাতে তুলে নিলেন তাঁরা, তার সদুত্তর দিতে পারেনি পুলিশ।
আরও পড়ুন- মহুয়ার পাশে দাঁড়ানোর শাস্তি