রাষ্ট্রসংঘে মার্কিন ভেটো, আটকে গেল গাজা-প্রস্তাব

Must read

প্রতিবেদন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় লোকদেখানো ‍‘যুদ্ধবিরতি’র দাবিতে সরব হলেও বাস্তবক্ষেত্রে আমেরিকার ভূমিকা ঠিক উল্টো! গাজার উপর ইজরায়েলের লাগাতার হামলা থামাতে যুদ্ধবিরতি চেয়ে প্রস্তাব পেশ হয়েছিল রাষ্ট্রসংঘে (United Nations)। তবে ভেটো প্রয়োগ করে সেই প্রস্তাব আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার এহেন পদক্ষেপকে অনৈতিক ও অমানবিক বলে দাবি করেছে হামাস। অন্যদিকে, এই পদক্ষেপে যুদ্ধ চালিয়ে যাওয়ার সমর্থন পেয়ে আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে ইজরায়েল।
গাজা ও ইজরায়েলের মধ্যে চলতে থাকা রক্তপাত থামাতে গত ৮ ডিসেম্বর উদ্যোগী হন রাষ্ট্রসংঘের (United Nations) মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ৯৯ নম্বর ধারা ব্যবহার করে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে সংযুক্ত আরব আমিরশাহি। ১৫ সদস্যের এই নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩ টি। ভোটদানে বিরত থাকে ব্রিটেন। স্বাভাবিকভাবে যখন প্রস্তাবটি পাশ হয়ে যাওয়ার কথা, তখন সেখানে বাদ সাধে আমেরিকা।

আরও পড়ুন- বৃদ্ধকে থুতু চাটিয়ে জুতোর মালায় নিগ্রহ ফের সেই যোগীরাজ্যে

Latest article