লন্ডন, ২৩ মে : নেইমার দ্য সিলভার নতুন ঠিকানা কি তাহলে ওল্ড ট্র্যাফোর্ড? পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাহলে তেমনটা হলে অবাক হওয়ার কোনও কারণ নেই!
আরও পড়ুন-প্রথম দফার ভারতীয় দল ইংল্যান্ড পৌঁছল
লিওনেল মেসির মতো নেইমারও যে পিএসজি ছাড়ছেন, সেটা এতদিনে দিনের আলোর মতোই পরিষ্কার। পিএসজিও ব্রাজিলীয় তারকাকে ধরে রাখতে আগ্রহী নয়। ইতিমধ্যেই নেইমারকে পেতে আসরে নেমেছিল প্রিমিয়ার লিগের গোটা তিনেক ক্লাব। এবার এই দৌড়ে যোগ হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নামও। ব্রিটিশ মিডিয়ার খবর, কোচ এরিক টেন হ্যাগ ৩১ বছর বয়সি সেলেকাও তারকাকে নেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন। আর তার পরেই নেইমারের এজেন্টের কথা কথা বলা শুরু করেছে ম্যান ইউ কর্তৃপক্ষ। নেইমারের ঘনিষ্ঠ বন্ধু তথা জাতীয় দলের সতীর্থ ক্যাসেমিরো এই মরশুমের শুরুতেই যোগ দিয়েছিলেন ম্যান ইউয়ে।
আরও পড়ুন-বজরংদের মোমবাতি মিছিল
নেইমারকে পেতে তাঁকেও আসরে নামিয়েছে ম্যান ইউ। কাসেমিরো এই নিয়ে নেইমারের সঙ্গে কথাও বলেছেন। চেষ্টা করছেন তাঁকে বোঝানোর। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে ফরাসি ক্লাব তাঁকে লোনে ছেড়ে দিতে রাজি। কিন্তু তারা শর্ত দিয়েছে নেইমারের পুরো বেতন দিতে হবে ম্যান ইউকে। শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।