ম্যাঞ্চেস্টার : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আলো ছড়ানোর রাতে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডো একটি গোল করেছেন, আবার সতীর্থকে দিয়ে করিয়েছেনও একটি। আর তাতেই আগামী মরশুমে ম্যান ইউয়ের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বেশ ভালভাবেই বেঁচে থাকল। এই জয়ের ফলে ইপিএলে পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থানে রোনাল্ডোরা। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে মাত্র ৪ পয়েন্টের ব্যবধান।
খেলার প্রথমার্ধেই চারটি গোল হয়। ৩৫ মিনিটের মধ্যেই তিন গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। গোলের শুরুটা করেন স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে। সিআর সেভেনের সহায়তায় খেলার ৮ মিনিটেই দূরপাল্লার শটে ম্যান ইউকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। ইউনাইটেডের দ্বিতীয় গোলটি অবশ্য আত্মঘাতী। ইংলিশ উইঙ্গার জডন স্যাঞ্চোর শট বার্নলির ডিফেন্ডার বেন মি’র পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।
আরও পড়ুন: করোনা আক্রান্ত Travis Head, নেই সিডনি টেস্টে
এর পর ৩৫ মিনিটে গোলের মঞ্চে রোনাল্ডোর আগমন। তবে পর্তুগিজ মহাতারকার এই গোলের পিছনে অনেকটাই অবদান ম্যাকটোমিনের। স্কটিশ মিডফিল্ডারের শট পোস্টে প্রতিহত হয়ে সামনে দাঁড়িয়ে থাকা রোনাল্ডোর কাছে আসে। সেখান থেকে ধূর্ত শিকারির মতো গোল করে ব্যবধান ৩-০ করে দেন সিআর সেভেন। এর মিনিট তিনেক পরেই এক গোলের ব্যবধান কমায় বার্নলি। তবে অ্যারন লেননের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি, ৩-১ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।