করোনা আক্রান্ত Travis Head, নেই সিডনি টেস্টে

Must read

সিডনি : ফের অ্যাসেজে করোনার (Coronavirus) হানা। সিডনিতে চতুর্থ টেস্টের আগে করোনার ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। ভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেলেন ব্রিসবেন টেস্টের নায়ক ট্রাভিস হেড (Travis Head)। গাব্বায় ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটার। কোভিড পজিটিভ হওয়ায় ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিডনি টেস্টে খেলতে পারবেন না হেড (Travis Head)। তবে হোবার্টে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টের আগে তিনি সংক্রমণমুক্ত হয়ে যাবেন বলে আশা ম্যানেজমেন্টের।

আরও পড়ুন: ওয়ান্ডারার্সে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে : Virat Kohli

চলতি অ্যাসেজে প্রথম তিন টেস্টে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে রুটবাহিনীকে হোয়াইটওয়াশের লক্ষ্যে থাকা অস্ট্রেলীয়দের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ট্রাভিসের না থাকা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে ট্রাভিসের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রুটিন মাফিক সব ক্রিকেটার, তাঁদের পরিবার ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। আরটি-পিসিআর টেস্টে হেডের রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি মেলবোর্নে নিভৃতবাসে রয়েছেন। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। আশা করা যায়, পঞ্চম টেস্টের আগে হেড সুস্থ হয়ে উঠবেন।’’

এর আগেও অ্যাসেজে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মেলবোর্নে এক মাঠকর্মী আক্রান্ত হওয়ায় তৃতীয় টেস্টে ধারাভাষ্যকারদের দলে বদল করা হয়। ইংল্যান্ড দলের দুই ক্রিকেটার ও দুই সাপোর্ট স্টাফের পরিবারের সদস্য করোনা আক্রান্ত হন। ১০ দিনের নিভৃতবাসে রয়েছেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড।

Latest article