ময়দানে প্রাণ ফেরায় খুশি সুব্রত-মানসরা

Must read

প্রতিবেদন : অতিমারির ধাক্কা কাটিয়ে দু’বছর পর ময়দানে মোহনবাগান দিবসের জৌলুস ফিরল। অমর একাদশের স্মৃতিতে ক্লাব তাঁবুতে সেই চেনা আবেগের বিস্ফোরণ দেখে দারুণ খুশি ক্লাবের প্রাক্তনরা।
দু’বছর পর ঐতিহাসিক দিনে প্রাক্তনদের প্রীতি ম্যাচে খেললেন শ্যাম থাপা, রহিম নবি, ষষ্ঠী দুলে, দীপেন্দু বিশ্বাসদের মতো প্রাক্তনরা। মাঠে নেমে পড়েছিলেন মোহনবাগানপ্রেমী (ATK Mohun Bagan) বিধায়ক বাবুল সুপ্রিয়ও। ম্যাচে তাঁদের মাঠের বাইরে থেকে উৎসাহিত করে গেলেন মানস ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষের মতো প্রাক্তন তারকারা। দীপেন্দুর হ্যাটট্রিকে শিবদাস ভাদুড়ী একাদশ হারিয়ে দেয় বিজয়দাস ভাদুড়ী একাদশকে। যা দেখে মোহনবাগানের (ATK Mohun Bagan) ঘরের ছেলে সুব্রত বললেন, ‘‘প্রাক্তন, বর্তমান, ক্লাব সমর্থকদের এই উৎসাহ, আবেগটাই গত দু’বছরে ময়দান থেকে হারিয়ে গিয়েছিল।”
আর এক প্রাক্তন মানসের কথায়, ‘‘ময়দানে যেন প্রাণ ফিরল। এতদিন পর মোহনবাগানের ফুটবলাররা নিজেদের মাঠে প্র্যাকটিস শুরু করেছে। প্রাক্তনরা ম্যাচ খেলল। মোহনবাগান দিবসে ফের সবাইকে একসঙ্গে পেয়ে আমরা খুব খুশি।” শিশিরের কথায়, ‘‘এটাই মোহনবাগানের স্পিরিট। ২৯ জুলাই এলে বোঝা যায়। দু’বছর ধরে এটাই মিস করছিলাম।”

আরও পড়ুন: সেরা লিস্টন-কিয়ান, মঞ্চে অমর একাদশের পরিবার

Latest article