সংবাদদাতা, তমলুক : ভূমিক্ষয়, সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস ঠেকাতে চলতি বছর কোস্টাল শেল্টার বেল্টের (সিএসবি) পাশাপাশি বাদাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট বাড়াচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগ। সমুদ্র এবং নদী উপকূলবর্তী এলাকাগুলিকে নতুন বন তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় মোট জমির মধ্যে ১৮৮ হেক্টর জমিতে বন রয়েছে। তার মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ১০০০ হেক্টর জমিতে।
আরও পড়ুন-আজ উত্তর ২৪ পরগনায় অভিষেক
বাকি ৮৮ হেক্টর জমিতে রয়েছে কোস্টাল শেল্টার বেল্ট। বেশিরভাগটাই রয়েছে জেলার উত্তর-দক্ষিণ ও পূর্বাংশে দিঘা, শংকরপুর, মন্দারমণি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, কোলাঘাট এলাকায়। নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার সুরক্ষার জন্য এই জায়গাগুলিকে বেছে নেওয়া হয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। চলতি বছরে সিএসবি এবং ম্যানগ্রোভ ফরেস্ট মিলে ৪৫ হেক্টর জমিতে বন তৈরি করা হচ্ছে। তার মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট হবে ২০ হেক্টর অর্থাৎ ৫০ একর জমিতে।
আরও পড়ুন-স্বস্তির বিচ্ছিন্ন বৃষ্টি, বজ্রপাতে মৃত্যুও
সেজন্য খেজুরির নিজকসবা, নন্দীগ্রামের সাউদখালিচর, হলদিয়ার বালুঘাটা- সহ বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট গড়ার ক্ষেত্রে প্রতি হেক্টরে ৫০০ হাজার চারগাছ রোপণ করা হবে। মোট এক লাখ চারাগাছ এই বাদাবন তৈরি করবে। তার মধ্যে কাঁকড়া, বাইন, গর্জন, সুন্দরি, পুঁঙ্গুল, খলসি, মটগরান, পশুর, গেওয়া চারাগাছ উল্লেখযোগ্য। এমন বনাঞ্চল মানে বন্যপ্রাণের নিরাপদ আশ্রয়।