আজ উত্তর ২৪ পরগনায় অভিষেক

এদিন বিকেল পর্যন্ত জানা গিয়েছে, এরপর তিনি বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেবেন। তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচি বাংলায় এখন সুপারহিট

Must read

সংবাদদাতা, বনগাঁ : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে ঘিরে ভাসছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উন্মাদনা। ইতিমধ্যেই হোর্ডিং, ব্যান্যার, ফেস্টুন ও তোরণে সেজেছে বনগাঁ ও সংলগ্ন এলাকা। তৃণমূল কংগ্রেসের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাতে প্রস্তুত কর্মীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ গেঞ্জি, ছাতা, টুপি, মুখোশ পরে দলীয় কর্মীরা রাস্তায় থাকবেন।

আরও পড়ুন-স্বস্তির বিচ্ছিন্ন বৃষ্টি, বজ্রপাতে মৃত্যুও

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস জানান, শনিবার ১০ তারিখ বিকেলে নদিয়ার কল্যাণী থেকে কাঁচড়াপাড়া কাপামোড় ছুঁয়ে বনগাঁয় ঢুকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলেশ্বর মন্দিরে পুজো দেবেন। গাইঘাটা থানা মোড়, চাঁদপাড়া বাজার, পাঁচপোতা হয়ে গাইঘাটার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর পল্লিমঙ্গল বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ে রাত্রিবাস করবেন। ১১ তারিখ রবিবার প্রথম তিনটে নাগাদ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিয়ে গাইঘাটা হয়ে নকপুল দিয়ে গোবরডাঙা, মছলন্দপুরে আসবেন। মছলন্দপুরে খেলার মাঠে বিকেল ৪টে সময় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-প্রার্থী না পেয়েই বিরোধীরা শেষ পর্যন্ত গেল আদালতে

তারপর মগরা মোড় হয়ে ২ নম্বর রেল গেট থেকে বাঁদিকে গিয়ে অশোকনগরে ঢুকবেন তিনি। সেক্ষত্রে বারাসত কাছারি ময়দানে রাত্রিবাসের সম্ভাবনা আছে। এদিন বিকেল পর্যন্ত জানা গিয়েছে, এরপর তিনি বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেবেন। তৃণমূলের এই নবজোয়ার কর্মসূচি বাংলায় এখন সুপারহিট। বিজেপিও এই কর্মসূচিকে নকল করার পরিকল্পনা নিচ্ছে।

Latest article