প্রতিবেদন : রাজ্য নয়, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার জাতীয় স্তরের নির্বাচনী ইস্তাহার তৈরি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দলীয় ইস্তাহার নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে অমিত মিত্রের নেতৃত্বে তৈরি হয়েছে ১২ সদস্যের ইস্তাহার কমিটি। রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সৌগত রায়, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, জহর সরকার ও তাপস মণ্ডল। বৈঠক শেষে কমিটির প্রধান অমিত মিত্র সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর লাগাতার আঘাত হেনে ভারতীয় সংবিধানের মূল স্তম্ভগুলিকে ধ্বংস করছে।
আরও পড়ুন-অসহ্য গরমকেও ছাপিয়ে গেল নেত্রীর জনসভার উত্তাপ, উপচে-পড়া ভিড় বালুরঘাট-রায়গঞ্জে
তৃণমূল কংগ্রেস সেই ধ্বংসপ্রাপ্ত পরিকাঠামোকে পুনরুদ্ধার করবে। ইস্তাহার তৈরির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন দলের প্রতিনিধিরা। সেই মতো একটি খসড়া ইস্তাহার তৈরি করে খুব শীঘ্রই চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হবে। কোন কোন বিষয় থাকবে এই ইস্তাহার? তৃণমূল জানিয়েছে, ধর্মনিরপেক্ষতা, বেকারত্ব দূরীকরণ, মহিলাদের সশক্তীকরণ, জাতি-উপজাতিদেরও উন্নয়নের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হবে ইস্তাহারে। মোদির ভাঁওতাবাজির গ্যারান্টি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো শতাংশ প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টির মধ্যে বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষ নিশ্চিতভাবে জননেত্রীর পাশেই রয়েছে।