মণিপুরে ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হল না রাহুল গান্ধীকে

Must read

‘ভারত জোড়ো যাত্রা’র দ্বিতীয় পর্ব ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তবে শুরুর আগেই থমকে গেল ন্যায় যাত্রা (Rahul Gandhi- Nyay yatra)। মণিপুরে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। রাজ্যের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মণিপুরে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি তাঁকে।

আরও পড়ুন- বিচারপতিদের মুখে লাগামের আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র (Rahul Gandhi- Nyay yatra) শুরু হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারি মণিপুরের পূর্ব ইম্ফল থেকে। মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণ দেখিয়ে এই পদযাত্রার অনুমতি দেওয়া হল না রাহুলকে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই ৬৫ দিনের যাত্রায় মোট ৬ হাজার ২০০ কিমি পথ পাড়ি দেবেন রাহুল গান্ধী। তাঁর যাত্রাপথে পড়বে ১৪ টি রাজ্য ও ৮৫ টি জেলা। জানা গিয়েছে, মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবে রাহুল ভারত ন্যায় যাত্রা। যদিও পরে আরও একটি রাজ্য অরুণাচলপ্রদেশ যোগ হয় এই তালিকায়। এবং আরও একদিন বাড়ানো হয় এই যাত্রার সময়সীমা। তবে এবার মণিপুরে পদযাত্রার অনুমতি না মেলায় কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Latest article