প্রতিবেদন : অশান্ত মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় দিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল নংপোক সেকমাই থানা (Nongpok Sekmai Police Station) এলাকায়। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই নারকীয় ঘটনা ঘটে গেলেও পুলিশ কর্মীরা টেরও পাননি। অথচ মণিপুরের এই নংপোক সেকমাই থানাকেই দেশের সেরা থানার তকমা দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার।
জানা গিয়েছে, থউবাল জেলার অন্তর্গত নংপোক সেকমাই থানা (Nongpok Sekmai Police Station) থেকে মাত্র ৮৫০ মিটার দূরে বি ফাইনম গ্রামে ৪ মে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ওই গ্রামে এতবড় ও নৃশংস একটা ঘটনা ঘটলেও পুলিশ নাকি বিষয়টি টেরই পায়নি। পুলিশের এই ভূমিকায় বিস্মিত গোটা দেশ।
প্রতিবছরই কেন্দ্রীয় সরকার দেশের একটি থানাকে সেরা হিসেবে বেছে নেয়। সাধারণত মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং সমাজের দুর্বল শ্রেণির মানুষের উপর অত্যাচার দমনে যে থানা উল্লেখযোগ্য ভূমিকে নিয়ে থাকে, তাকেই সেরা থানার শিরোপা দেওয়া হয়। কেন্দ্রের সেই মাপকাঠি মেনে ২০২০ সালে নংপোক সেকমাই থানাকে দেশের সেরা থানার স্বীকৃতি দেওয়া হয়েছিল। দেশের সেই সেরা থানার নাকের ডগাতেই ঘটে গেল এ-ধরনের পাশবিক ঘটনা।
গত ১৯ জুলাই সামনে আসা ভিডিওতে দেখা গিয়েছে একদল উন্মত্ত জনতা দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। পরে এক তরুণীকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা জানিয়েছেন, সেদিন পুলিশই তাঁদের উন্মত্ত জনতার হাতে তুলে দিয়েছিল। খুনের হুমকি দিয়ে তাঁদের পোশাক খুলতে বাধ্য করেছিল জনতা। যদিও ওই ঘটনায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি।
আরও পড়ুন- রাজধানী ইম্ফলে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মহিলাদের