২০ জুন থেকে চার দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন সফরের আগে, রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে অগ্নিগর্ভ মণিপুর নিয়ে কিছু বক্তব্য প্রধানমন্ত্রী রাখবেন সেই বিষয়ে আশাবাদী ছিল রাজনৈতিক মহল। কিছু না হলেও কমপক্ষে শান্তিরক্ষার আর্জি জানাবেন প্রধানমন্ত্রী বলেই মনে করা হয় কিন্তু নিরাশ করলেন মোদী। রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে মণিপুরে প্রায় দেড় মাস ধরে চলা হিংসাত্মক সন্ত্রাস রুখতে একই শব্দ খরচ করলেন না প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-বিয়ের পিঁড়িতে হার্দিক, জুতো চুরির দাম কয়েক লাখ
সুপ্রিম কোর্ট মণিপুরে সেনা শাসন চেয়ে কুকি জনগোষ্ঠীর দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে । মণিপুর ট্রাইবাল ফোরাম নামের কুকি সমাজের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন জানায় রাজ্যে অশান্তিতে নিহতদের মধ্যে ৭০ জনই তাদের সমাজের। আহতদের মধ্যেও বেশিরভাগই কুকি সম্প্রদায় এর অন্তর্ভুক্ত।
আরও পড়ুন-নামবে পারদ, বৃষ্টি কবে?
এই অবস্থায় নরেন্দ্র মোদির মার্কিন সফর নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই নিয়ে টুইট করে ক্ষোভ প্রকাশ করে। সেখানে একটি ছবির মাধ্যমে বোঝানো হয় অশান্ত মনিপুরে মোদীর কোন ভূমিকা নেই। তিনি মার্কিং সফরে গিয়েছেন।
So what if #Manipur is burning?
For PM @narendramodi, US visit is more important. pic.twitter.com/8Bf9pg0P9Q
— All India Trinamool Congress (@AITCofficial) June 21, 2023