নামবে পারদ, বৃষ্টি কবে?

আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। আজ আকাশ মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে

Must read

কলকাতার (Kolkata) আকাশ মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। আজ আকাশ মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-নতুন রূপে সাজানো হচ্ছে বাংলার এই স্টেশনকে

গতকাল কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল কলকাতার বাতাসে আপেক্ষি কআর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৯ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৬৬ শতাংশ।

আরও পড়ুন-বিদেশনীতিতে প্রভাব পড়বে, বলা যাবে না নোটবদল সম্পর্কে, হাস্যকর জবাব আরবিআইয়ের

হাওয়া অফিস এই মর্মে জানিয়েছে, আজকে কলতকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতে আজ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হবে।

Latest article