বিদেশনীতিতে প্রভাব পড়বে, বলা যাবে না নোটবদল সম্পর্কে, হাস্যকর জবাব আরবিআইয়ের

এই তথ্য প্রকাশ্যে এলে দেশের নিরাপত্তা, কৌশলগত এবং রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি ভিন দেশের সঙ্গে সম্পর্ক প্রভাবিত হতে পারে

Must read

প্রতিবেদন : তথ্য জানার অধিকার আইনে ২ হাজার টাকার নোট (note) বদল সংক্রান্ত সিদ্ধান্তের ফাইল সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখেল। সাকেতের প্রশ্নের উত্তরে আরবিআই জানিয়েছে, এই প্রশ্নের উত্তর প্রকাশ্যে এলে ভিন দেশের সঙ্গে সম্পর্ক প্রভাবিত হতে পারে। সেই কারণে এই সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।

আরও পড়ুন-সোমবার রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আরবিআই আরও জানিয়েছে, যে তথ্য চাওয়া হয়েছে, তা আরটিআই আইনের আওতাধীন নয়। এই তথ্য প্রকাশ্যে এলে দেশের নিরাপত্তা, কৌশলগত এবং রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি ভিন দেশের সঙ্গে সম্পর্ক প্রভাবিত হতে পারে। আরবিআইয়ের জবাব সম্পর্কে বিস্ময় প্রকাশ করে সাকেত ট্যুইট করেছেন, অবাক করার মতো ব্যাপার। ২ হাজারের নোট বদল কীভাবে দেশের বিদেশনীতির সঙ্গে সম্পর্কযুক্ত? আচমকা নোট বাতিলের সিদ্ধান্তের উদ্দেশ্য কী?

Latest article