সোমবার রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পাশাপাশি হামলা চালানো হয়েছে খারকিভ ও পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায়। বিভিন্ন দিক থেকে এই শহরে ড্রোন ঢুকে পড়ে

Must read

প্রতিবেদন : কয়েকদিন কিছুটা ব্যাকফুটে থাকার পর সোমবার রাত ফের কিয়েভের উপরে ড্রোন হামলা চালাল রাশিয়া। তবে শুধু কিয়েভ নয়, ইউক্রেনের একাধিক এলাকায় হামলা চালিয়েছে মস্কো। তবে এই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে এখনও রাশিয়া বা ইউক্রেন কেউই কোনও কথা জানায়নি। ইউক্রেনীয় সেনা অবশ্য রুশ হামলার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে, সোমবার রাতে রুশ সেনা আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে। ১৮ দিন পরে নতুন করে কিয়েভে ফের হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন-একই সঙ্গে চালু হল রিউম্যাটোলজির ডে-কেয়ার পরিষেবা, এসএসকেএম-এ স্ট্রোকের বহির্বিভাগ চালু

পাশাপাশি হামলা চালানো হয়েছে খারকিভ ও পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায়। বিভিন্ন দিক থেকে এই শহরে ড্রোন ঢুকে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে রুশ হামলা। সূত্রের খবর, এই রাশিয়ার এই হামলায় ইউক্রেনের বড় ধরনের ক্ষতি হয়েছে। গোটা ২৫ বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বহু মানুষের হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকা ও তার মিত্র পশ্চিমি দেশগুলির অস্ত্র সাহায্যে বলীয়ান হয়ে ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে। এবার তারই পাল্টা হামলা চালাল মস্কো।

Latest article