নতুন রূপে সাজানো হচ্ছে বাংলার এই স্টেশনকে

এরিয়া -সহ নতুন জায়গায় অফিস স্থানান্তর করা হচ্ছে।অ্যারাইভাল ১ টার্মিনাল ও সেকেন্ডারি স্টেশন বিল্ডিঙের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে

Must read

রেলওয়ে স্টেশনের (Railway station) উন্নতির জন্য রেল ২০৪টি স্টেশন চিহ্নিত করেছে। এবং তার মধ্যেই পড়েছে বাংলার এক স্টেশন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে থাকা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনও এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন যাত্রী সুরক্ষা ও সুবিধার জন্য বিশ্বমানের পর্যায়ে গড়ে তোলা হবে। কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

আরও পড়ুন-বিদেশনীতিতে প্রভাব পড়বে, বলা যাবে না নোটবদল সম্পর্কে, হাস্যকর জবাব আরবিআইয়ের

পরিকল্পনা অনুযায়ী পুরনো পরিকাঠামো ভেঙে ফেলা ও সামনের দিকের রিটেইল এরিয়া -সহ নতুন জায়গায় অফিস স্থানান্তর করা হচ্ছে।অ্যারাইভাল ১ টার্মিনাল ও সেকেন্ডারি স্টেশন বিল্ডিঙের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অ্যারাইভাল ২ এবং ডিপার্চার টার্মিনালের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

আরও পড়ুন-এজবাস্টন টেস্ট জিতল অস্ট্রেলিয়া

সাইট অফিস ও কনফারেন্স রুম চালু হয়ে গিয়েছে। উঁচু রাস্তার জন্য টেস্ট পাইলের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। যাত্রীদের জন্য বিশাল কভার পার্কিং এরিয়া, পানীয় জল, ২৪X৭ পাওয়ার ব্যাকআপ, অফিস, এয়ার-কন্ডিশনড লবি, দোকান, লিফ্ট, দ্রুতগতির এসকেলেটর, এয়ার কনকোর্স, হোটেল এর মতো অত্যাধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

Latest article