আবারও অশান্তি মণিপুরে (Manipur Violence)। বুধবার বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার কুমবি বিধানসভা কেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। চলল গোলাগুলি। স্থানীয় প্রশাসন তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ৪ জন। এই চার গ্রামবাসী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন বলে খবর। কিন্তু গতকাল রাত পর্যন্ত ৪ জনের কোনও খোঁজ মেলেনি। নিখোঁজরা হলেন দারা সিং, ইবোমচা সিং, রোমেন সিং এবং আনন্দ সিং।
প্রশাসন সূত্রে খবর, এক দল দুষ্কৃতী বুধবার বিষ্ণুপুর জেলার হাওতাক গ্রামে ঢুকে তাণ্ডব চালাতে থাকে। তার মধ্যে ১০০ জন মহিলা এবং শিশু গ্রাম ছাড়েন। ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তা বাহিনীর সদস্যেরা। তার পরেও থামেনি গোলাগুলি।
কেন্দ্রীয় সরকার মণিপুরের (Manipur Violence) কুকি এবং জোমিদের জনজাতি মর্যাদা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার জাতীয় সম্পাদক মহেশ্বর থৌনঞ্জাম চিন-কুকিদের দেশের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন কেন্দ্রের মোদি সরকারের কাছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, তফসিলি জনজাতি তালিকায় অন্তর্ভুক্তি রাজ্যর সুপারিশক্রমে হয়। সেই কারণে কুকিদের তালিকায় রাখা-না রাখার বিষয়টি নিয়ে কেন্দ্র রাজ্যের মতামত চেয়েছে। প্রসঙ্গত, মাস আটেক আগে ‘তফসিলি তকমা’ ঘিরে মণিপুরে মেইতেই-কুকি সংঘাত ছড়িয়েছিল। এর জেরে মণিপুর জুড়ে হিংসার সূত্রপাত। এই পরিস্থিতিতে মোদি সরকারের পদক্ষেপে ফের অশান্তি ছড়িয়ে পড়ছে বিজেপি শাসিত রাজ্যে।
আরও পড়ুন- সংখ্যালঘু ছেলেমেয়েদের মানোন্নয়নে উদ্যোগী মুখ্যমন্ত্রী