ওয়াকার-আক্রমের সঙ্গে বুমরাদের তুলনা মঞ্জরেকরের

Must read

মুম্বই : পাকিস্তানের তিন মহা বিখ্যাত প্রাক্তন ফাস্ট বোলারের সঙ্গে বর্তমান ভারতীয় দলের তিন সিমারের তুলনা টানলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। তিন ভারতীয় বোলার হলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। পাকিস্তানের তিন স্পিডস্টার হলেন ওয়াকার ইউনুস, ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার।

সেঞ্চুরিয়নে ভারতীয় সিমাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের উপর এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁরা মাথা তুলে দাঁড়াতে পারেননি। যে সেঞ্চুরিয়নকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের দুর্গ বলা হয় ক্রিকেটমহলে, সেখানেই ভারত প্রথম টেস্ট জিতেছে ১১৩ রানে। যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার সুবাদে কেএল রাহুল ম্যাচের সেরা হলেও জয়ের রাস্তা প্রস্তুত করেছিলেন ভারতীয় ফাস্ট বোলাররাই। শামি ম্যাচে আট উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তিনি নেন পাঁচ উইকেট। মঞ্জরেকরের মুখ থেকে বোলারদের জন্য প্রশংসা এসেছে সেই কারণেই।

আরও পড়ুন-Coronavirus: করোনা আক্রান্ত বহু চিকিৎসক: কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

প্রাক্তন ক্রিকেটার ও অধুনা কমেন্টেটর মঞ্জরেকর (Sanjay Manjrekar) একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন, একটা জিনিস ভারতীয় ক্রিকেটে গত পাঁচ-ছয় বছরে এসেছে, যা কিনা আগে প্রায় ছিলই না। সেটা হল বিদেশে ভারতীয় দলের সাফল্য। আর এটা সম্ভব হয়েছে দলে তিনজন বিশ্বমানের সিমার থাকায়। যা কিনা ভারতীয় ক্রিকেটে বিশাল প্রভাব ফেলেছে।

এরপরই মঞ্জরেকর আরও বলেন, ‘‘আপনারা যদি ক্রিকেট ইতিহাসের দিকে তাকান, দেখবেন পাকিস্তান যখন বিদেশে জিততো, ওদের দলেও তিনজন বিশ্বমানের সিমার ছিল।” প্রসঙ্গত, পাকিস্তানের সেই সময় আক্রম, ওয়াকার ও শোয়েবকে নিয়ে দারুণ পেস আক্রমণ ছিল। এখনও ক্রিকেট ইতিহাসে এই তিন সিমারকে অন্যতম সেরা আক্রমণাত্মক ফাস্ট বোলার বলে মনে করা হয়।

Latest article