প্রতিবেদন : চলতি আইএসএলে প্রথম ডার্বিতে গোল করার পর টানা গোলের খরা চলছিল তাঁর পায়ে। লিগের ফিরতি পর্বে গোলে ফিরেছেন মনবীর সিং (Manvir Singh)। এদিকে মোহনবাগানেরও (ATK Mohun Bagan) বিজয়রথ ছুটছে। পর পর ম্যাচে গোল করছেন সবুজ-মেরুনের পাঞ্জাবি স্ট্রাইকার। কিন্তু মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জিতিয়েও বাবার বকুনি খেয়েছেন মনবীর। আসলে একাধিক গোলের সুযোগ নষ্ট করায় বাবা কুলদীপ সিং ছেলেকে বকাঝকা করেছেন।
কুলদীপ ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার। পাঞ্জাবের হয়ে ছ’বার সন্তোষ ট্রফি জিতেছেন। আট বছর জেসিটি-র হয়ে প্রতিনিধিত্ব করেছেন। জেসিটির জার্সিতে ৮ বার ফেডারেশন কাপ জিতেছেন। পরে জেসিটির কোচও হয়েছেন। সেই কুলদীপ মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে ছেলের পারফরম্যান্সে খুশি হলেও অসংখ্য সুযোগ নষ্ট করায় হতাশ। মনবীর (Manvir Singh) খেলার পর হোটেলে ফিরে বাবাকে ফোন করতেই বকাঝকা করেন। মনবীর বলেন, ‘‘হ্যাটট্রিক হয়নি বলে কোনও আফসোস নেই। দল জিতেছে। দু’টো গোল করেছি। আরও করতে পারতাম। ম্যাচের পর ফোনে বাবা আমাকে বকলেন। বাবা (কুলদীপ) বড় ফুটবলার ছিলেন। আমার ভুল-ত্রুটি ধরিয়ে দেন। বললেন, এত সুযোগ পেয়েও গোল করতে পারছ না। গোল করার সুযোগ সব সময় এত পাবে না। তাই সুযোগ পেলেই কাজে লাগাতে হবে।’’
আরও পড়ুন-মারাদোনাকে গান উপহার দেন বাপ্পি
মনবীর-লিস্টন জুটির পারফরম্যান্সে খুশি হলেও সন্তুষ্ট নন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। স্প্যানিশ কোচ বলেন, ‘‘আমি খুশি দল জিতেছে। ওরাও ভাল খেলেছে। কিন্তু ওদের দু’জনকে আরও উন্নতি করতে হবে। লিস্টন, মনবীরদের এখনও অনেক কিছু শিখতে হবে। লিস্টনের বয়স কম। ও শিখতে পারবে।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…