মারাদোনাকে গান উপহার দেন বাপ্পি

শ্রদ্ধার্ঘ্য শচীন-বিরাটদের

Must read

প্রতিবেদন : প্রয়াত গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর ফুটবলপ্রেম কারও অজানা নয়। নিজে বাঙালি হওয়ায় ফুটবলের প্রতি গভীর ভালবাসা ছিল। আর অবশ্যই তাঁর (Bappi Lahiri) প্রিয় ফুটবলার ছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। আর্জেন্টিনা দল ও ফুটবলের রাজপুত্রের প্রতি কিংবদন্তি সুরকারের ভালবাসার কথা জানা যায় ২০১৬ সালে। যখন মারাদোনার জন্য একটি গান লিখে তাতে সুর দিয়েছিলেন বাপ্পি। সেই গান রেকর্ড করে সিডি স্বয়ং ফুটবল ঈশ্বরের হাতে তুলে দিয়েছিলেন প্রয়াত সুরকার। তখন কোচিংয়ের কারণে দুবাইয়ে ছিলেন মারাদোনা। সেখানে গিয়েই দিয়েগোর হাতে সিডি তুলে দেন বাপ্পি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন নাতি স্বস্তিককে।

আরও পড়ুন-পিএসজির জয়ের নায়ক সেই এমবাপে

দু’জনের সাক্ষাতের সময় বাপ্পির (Bappi Lahiri) বিখ্যাত ‘জিমি জিমি’ গানের খুব প্রশংসা করেছেন মারাদোনা (Diego Maradona)। ভারতীয় ফুটবলও দেখতেন বাপ্পি। মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি সময় পেলেই টিভিতে দেখার চেষ্টা করতেন। ইস্টবেঙ্গল সমর্থক ছিলেন। ক্লাবের আজীবন সদস্যও ছিলেন। এদিন কিংবদন্তি গায়ক-সুরকারের মৃত্যুতে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। অর্ধনমিত রাখা হয় ক্লাবের পতাকা। স্মৃতিচারণা করেছেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, হরভজন সিংরাও। ট্যুইটারে শোক প্রকাশ করে শচীন লিখেছেন, ‘‘আমি দারুণ উপভোগ করেছি বাপ্পি দা’র সুর, গান। বিশেষ করে, ‘ইয়াদ আ রাহা হ্যায়’। এই গানটা বেশিরভাগ সময় আমাদের ড্রেসিংরুমে শুনেছি।’’

আরও পড়ুন-কাঁথি ও এগরা পুরসভা নির্বাচন পরিচালনার জন্য ‘নির্বাচন কমিটি’ গঠন করলো দল, ছিলেন সুব্রত বক্সি

Latest article