পিএসজির জয়ের নায়ক সেই এমবাপে

Must read

প্যারিস : আগামী জুনে প্যারিস ছেড়ে মাদ্রিদে পাড়ি দিতে চলেছেন। এই জল্পনা তুঙ্গে ফরাসি ও স্প্যানিশ সংবাদমাধ্যমে। সেই কিলিয়ান এমবাপেই (Kylian Mbappé) গোল করে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পিএসজিকে জয় উপহার দিলেন। খেলার ইঞ্জুরি টাইমে (৯৪ মিনিটে) এমবাপের করা গোলেই চ্যাম্পিয়ন্স লিগের ষোলো রাউন্ডের প্রথম লেগের ম্যাচটা ১-০ ব্যবধানে জিতে নিল পিএসজি।

আরও পড়ুন-ঝাড়গ্রাম পুরভোটের প্রস্তুতি কমিটি গড়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

অথচ এর অনেক আগেই গোল করে এগিয়ে যেতে পারত পিএসজি (PSG)। ৬২ মিনিটে পেনাল্টি আদায় করেছিলেন সেই এমবাপে। কিন্তু লিওনেল মেসির (Lionel Messi) নেওয়া পেনাল্টি শট রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আসরে মোট পাঁচবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন মেসি। যা এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড।

আরও পড়ুন-শহর জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের

মঙ্গলবার রাতের এই ম্যাচের শুরুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই শিবিরের দুই চোটগ্রস্থ তারকা—করিম বেঞ্জেমা ও নেইমার দ্য সিলভা। চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য করে শুরু থেকেই মাঠে নেমেছিলেন বেঞ্জেমা। কিন্তু দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। অন্যদিকে, পরিবর্ত হিসেবে মাঠে নেমে, দলের দুরন্ত জয়ের সাক্ষী থাকলেন নেইমার। শুধু তাই নয়, এমবাপের (Kylian Mbappé) শেষ মুহূর্তের গোলে অবদানও রাখলেন। নেইমারের ব্যাকহিল থেকে বল পেয়ে রিয়ালের দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে রিয়ালের বক্সে ঢুকে পড়েন এমবাপে। এরপর ডান পায়ের অসাধারণ প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন।

Latest article