শ্রেয়সই হলেন নাইটদের নেতা

Must read

প্রতিবেদন : প্রত্যাশামতোই আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দল গঠনের পাশাপাশি নতুন অধিনায়ক খোঁজার লক্ষ্যেও মেগা নিলামে ঝাঁপিয়েছিল নাইটরা (Kolkata Knight Riders)। শ্রেয়সকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেওয়ার পর মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল, পঞ্চদশ আইপিএলে নাইটদের নতুন নেতা হতে চলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা। শেষ পর্যন্ত সেটাই হল। ২৭ বছরের মুম্বইকরকে সামনে রেখেই তৃতীয় বার আইপিএল জয়ের স্বপ্নপূরণ করতে চায় নাইটবাহিনী (Kolkata Knight Riders)।

আরও পড়ুন-গোল-খরা কাটিয়ে স্বমহিমায় রোনাল্ডো

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারতীয় দলের সঙ্গে আপাতত কলকাতায় রয়েছেন শ্রেয়স। তার মধ্যেই কেকেআর ম্যানেজমেন্ট তাঁর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করল। কেকেআর (KKR) তাদের সরকারি ট্যুইটার হ্যান্ডলে জানিয়ে দেয়, ‘‘সবাই নাইটদের (Kolkata Knight Riders) নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে স্বাগত জানান।’’ নেতৃত্ব পেয়ে শ্রেয়স (Shreyas Iyer) বলেন, ‘‘কেকেআর-এর মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি আত্মবিশ্বাসী এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। কলকাতা (Kolkata) এবং ইডেন ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক জায়গা। আমি সেই জায়গার অংশ হতে পেরে গর্বিত। করব, লড়ব, জিতব।’’

আরও পড়ুন-পিএসজির জয়ের নায়ক সেই এমবাপে

নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেন, ‘‘ভারতীয় দলকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে এমন এক জনকে অধিনায়ক হিসেবে পেয়ে আমি উচ্ছ্বসিত। এক সঙ্গে সাফল্য পেতে চাই আমরা।’’

Latest article