তালিবান (Taliban) সরকারের অন্যায় আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন আফগান (Afghanistan) টেলিভিশনের সংবাদপাঠিকা ও উপস্থাপিকারা। শনিবার মুখে না ঢেকেই টিভি ক্যামেরার সামনে হাজির হয়ে অন্যান্য দিনের মতোই সংবাদ পাঠ এবং অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তাঁরা। আফগান মহিলা সংবাদ পাঠিকা ও উপস্থাপিকাদের এই অসম সাহসকে কুর্নিশ জানিয়েছেন দেশের মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার অকল্পনীয় কাজ করে দেখিয়েছেন আফগান টেলিভিশনের সংবাদপাঠিকা ও উপস্থাপিকারা। টোলো নিউজ, শামসাদ টিভি এবং ওয়ান টিভির মহিলা উপস্থাপিকারা মুখ না ঢেকেই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। একইভাবে সংবাদ পাঠিকারাও মুখ না ঢেকেই সংবাদ পাঠ করেন।
আরও পড়ুন: স্বচ্ছ ভারতের নমুনা! এখনও প্রকাশ্যে মলত্যাগ করেন ৩৫ কোটি মানুষ