দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনশন কর্মসূচিতে অসম তৃণমূল কংগ্রেস

Must read

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অসমে অনশন কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস (Assam Trinamool Congress)। অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার (Ripun Bora) নেতৃত্বে চলছে এই কর্মসূচি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১২ ঘণ্টার অনশন শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মীরা।

আরও পড়ুন: স্বচ্ছ ভারতের নমুনা! এখনও প্রকাশ্যে মলত্যাগ করেন ৩৫ কোটি মানুষ

লাগাতার দাম বাড়ছে রান্নার গ্যাসের। জীবনদায়ী ওষুধের দামও অগ্নিমূল্য করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। দ্রব্য মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অসমে (Assam Trinamool Congress) রিপুন বোরার নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চলছে এই কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “বহুদিন ধরেই জনজীবনে যন্ত্রণা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! এটি এখনই শেষ হওয়া দরকার।”

Latest article