প্রতিবেদন : বাগদায় (Bagada) একদিনে পাগলা কুকুরের কামড়ে পথচারী শিশু, মহিলা, বৃদ্ধ-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বাদ যাননি পুলিশ কর্মীরাও। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। কুকুর দেখলেই ভয় পাচ্ছেন এলাকার (Bagada) মানুষ। বাসিন্দাদের বক্তব্য, মঙ্গলবার সন্ধায় আশারু বাজার থেকে শুরু করে একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, জোকা আমতলা, হেলেঞ্চা-সহ একাধিক জায়গায় কুকুরের কামড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা বাগদা হাসপাতালে চিকিৎসার জন্য যান। হাসপাতাল সূত্রে খবর, বুধবার দুপুর পর্যন্ত ৫০ জনকে কুকুর কামড়িয়েছে। তাদের সকলকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাগদা উত্তর ব্লকের সভাপতি পরিতোষ সাহা বলেন, খবর পাওয়া মাত্রই আমরা বনদফতরকে জানিয়েছি। আহতদের বাগদা হাসপাতালে চিকিৎসা চলছে, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে সেখানে।
আরও পড়ুন- বিধানসভায় ভোটাভুটিতে জিতল সরকার পক্ষ