সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে উদ্বোধন হল বেশ কয়েকটি রাস্তার। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিক ভাবে রাস্তার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ৩৫ নম্বর ওয়ার্ডে তিনটি রাস্তা সহ নর্দমার কাজ শেষ হয়েছে।
আরও পড়ুন-তিন কন্যাকে পুরস্কার মুখ্যমন্ত্রীর
এছাড়াও আরও কয়েকটি রাস্তার উদ্বোধন হয়। এই কাজের জন্য এসজেডিএ মোট সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করেছিল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার, রঞ্জন শীলশর্মা সহ প্রমুখ। তবে এদিন এসজেডি-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, রাজ্যে সরকার আমাদের বেশ কিছু কাজের জন্য ১৫ কোটি টাকা দিয়েছিল। আমরা সেই কাজ করছি। এদিন সাড়ে চার কোটি টাকা খরচ করে বিভিন্ন রাস্তা ও নর্দমার কাজের উদ্বোধন হয়েছে।