প্রতিবেদন : বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতোই নেপাল, সিকিম-সহ পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে ধস নামল নেপালে৷ ধসের জেরে মাঝপথে নেপালে আটকে পড়েছেন বহু পর্যটক। যার মধ্যে বেশকিছু বাঙালি পর্যটকও আছেন। সোমবারই উত্তর-পশ্চিম নেপালের মুগু জেলায় এক ভয়াবহ ধসে ৮ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন-ইউক্রেনকে মিসাইল ধ্বংস করার অস্ত্র দেবে আমেরিকা
৫০০-রও বেশি পরিবার গৃহহীন হয়। মৃতরা সকলেই সালিম গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, নেপালের মুক্তিনাথ দর্শনে বহু পর্যটক গিয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আটকে পড়েছেন তাঁরা। আটকে পড়া পর্যটকদের মধ্যে বেশকিছু বাঙালি পর্যটকও আছেন। খাবার ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে পর্যটকরা ঝরনার জল খাচ্ছেন। নেপালের একাধিক জায়গায় টানা ৫ দিন প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টির ফলে পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। কয়েকটি জায়গা থেকে হড়পা বানের খবরও মিলেছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।