সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ব্লকের প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে ম্যারাথন সমন্বয় বৈঠক করলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় শনিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ধাপে ধাপে বেশ কয়েকটি বৈঠক হয়। জেলা জুড়ে চলতে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রগতি সম্বন্ধে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন-বিপ্লব দেব এখন বিগ-ফ্লপ-দেবে পরিণত হয়েছেন, তীব্র আক্রমণ অভিষেকের
চলতি বছরে একশো দিনের কাজে যেভাবে সাফল্য এসেছে, সেই ধারা যাতে বজায় থাকে, তার লক্ষ্যমাত্রা স্থির করা হয়। জেলার বিভিন্ন জায়গায় চলতে থাকা উন্নয়নমূলক কাজ এই মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে, তা জেনে কীভাবে দ্রুত শেষ করা যায় তার নির্দেশ দেন জেলাশাসক। বিশেষ করে স্বাস্থ্যবিভাগের কাছে কোভিড নিয়ে রাজ্যের নির্দেশ, জেলায় ঠিকভাবে সব জায়গায় টিকাকরণ চলছে কিনা তা দেখার। স্বাস্থ্য দফতর এ নিয়ে জেলাশাসককে আশ্বস্ত করে। জনস্বাস্থ্য কারিগরি দফতরকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ‘জলস্বপ্ন’ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ইতিমধ্যেই একশো কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ডিসেম্বরে নেত্রীকে নিয়ে আগরতলায় সভা করব: অভিষেক বন্দ্যোপাধ্যায়
এবার ওই গোষ্ঠীগুলোর সামগ্রিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে আগামীতে আরও দুশো কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে ওই বৈঠকে থেকে। এ ছাড়াও জেলার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন ও ১৬ নভেম্বর থেকে বিদ্যালয় চালুর বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, ‘জেলার উন্নয়নের কাজে আরও বেশি গতি আনতে এই স্বমন্বয় বৈঠক করা হল।’