নতুন বছরেই চালু হবে বালাসন সেতু

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : নতুন বছর পড়ার আগেই চালু হয়ে যাবে বালাসন সেতু। দ্রুতলয়ে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া বালাসন সেতুর উপরে শুরু হল বেইলি ব্রিজ তৈরির কাজ। রাজ্য পূর্ত দফতরের ন্যাশনাল হাইওয়ে ডিভিশন এই সেতু তৈরির কাজ শুরু করেছে। বর্তমানে সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করছে না। শুধু পায়ে হেঁটে মানুষ চলাচল করতে পারছে।

আরও পড়ুন-উন্নয়ন নিয়ে ম্যারাথন বৈঠক

ন্যাশনাল হাইওয়ে ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর নাগাদ সেতু দিয়ে যান চলাচল শুরু হতে পারে। তবে প্রথম অবস্থায় হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। ১০ টন পর্যন্ত যানবাহন চলাচল করবে। এরপর পরিস্থিতির দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বেইলি ব্রিজ তৈরির জন্য নদীতে হিউম পাইপ বসিয়ে হাইট বেরিয়ারের ব্যবস্থা করছে। যাতে যানবাহন চলাচল শুরু হলে সেতুর ক্ষতিগ্রস্ত জায়গা দিয়ে যানবাহন না যায়। ব্রিজের যে স্তম্ভের ক্ষতি হয়েছে তার পাশেই নতুন করে বেইলি ব্রিজের জন্য স্তম্ভ তৈরি করা হচ্ছে। যানবাহন চলাচল শুরু হলে এই থামের উপর চাপ পড়বে। জানা গিয়েছে, ১১ কোটি ৬ লক্ষ টাকা পৃথক সেতু তৈরির জন্য টেন্ডার হয়ে গিয়েছে।

Latest article