প্রতিবেদন : মরশুমে মাত্র একটি জয়। লিগের লাস্ট বয় থেকে শেষ চারের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে দল। বাকি আর মাত্র তিনটি ম্যাচ। তবু দ্বিতীয় জয়ের খোঁজে লড়াই জারি এসসি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার লিগের অন্যতম সেরা দল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদের। গতবারের চ্যাম্পিয়নরা শেষ চারে জায়গা পাকা করার লড়াই চালাচ্ছে। তাদের বিরুদ্ধেও লড়াকু ফুটবল উপহার দিতে চাইছে মারিও রিভেরার দল। লক্ষ্য, কিছুটা সম্মানজনকভাবে লিগ শেষ করা। তবে তার জন্য একটু ভাগ্যের সাহায্য চাইছেন ইস্টবেঙ্গল কোচ।
আরও পড়ুন-কার্লসেনকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের
আইএসএলের প্রথম পর্বে মুম্বইয়ের সঙ্গে ড্র করেছিল ইস্টবেঙ্গল। এই মুহূর্তে মুম্বই দলটি ধারাবাহিক নয়। কোচ মারিও বলছেন, ‘‘আমরা ড্রয়ের জন্য খেলি না। প্রতিটি ম্যাচের মতো মুম্বইয়ের বিরুদ্ধেও জেতার জন্য মাঠে নামব। আমরা ঝুঁকি নিতে তৈরি। তবে আমাদের একটু ভাগ্যের সাহায্যও দরকার। যা আমরা আগের ম্যাচগুলোতে পাইনি। সেটা পেলে আমরা এই ম্যাচে সফল হতে পারি।’’
আরও পড়ুন-তিন প্রধানকে ছাড়াই শুরু হল কন্যাশ্রী কাপ
চোট আঘাতের সমস্যা এখনও রয়েছে লাল-হলুদ শিবিরে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো রিবেইরো চোটের জন্য শেষ ম্যাচে খেলতে পারেননি। মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধেও তিনি অনিশ্চিত। মার্সেলো খেলতে না পারলে লাল-হলুদ আক্রমণ দুর্বল হবে সন্দেহ নেই। রক্ষণেও পাওয়া যাবে না বিশ্বস্ত হীরা মণ্ডলকে। চারটি হলুদ কার্ড দেখে ফেলায় মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না দলের সেরা এই ভারতীয় ডিফেন্ডার। চোটের জন্য পাওয়া যাবে না নাওচা সিংকেও। তাই রক্ষণ সংগঠন নিয়েও চিন্তায় লাল-হলুদ কোচ মারিও।
আজ আইএসএলে :
এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
(সন্ধ্যা ৭.৩০)
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…