দেশে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে তাই আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিল ডিজিসিএ। জানানো হয়েছে, প্রত্যেক যাত্রীকেই অবশ্যই মাস্ক পরতে হবে। যদি কোনও যাত্রী মাস্ক পরতে অস্বীকার করেন তবে তাঁকে ‘অবাধ্য’ যাত্রী হিসেবে চিহ্নিত করা হবে। যে কারণে সংশ্লিষ্ট যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন-সিবিআই ডিরেক্টরকে নোটিশ বম্বে হাইকোর্টের, নিয়োগ চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা
বিষয়টি দেখভাল করার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিল্প ও নিরাপত্তা বাহিনীকে। কয়েক মাস আগেও বিমানে মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। কিন্তু সংক্রমণ অনেকটা কমে যাওয়ায় সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে দেশে ফের সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে। সে কারণেই নতুন করে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এর আগে দিল্লি হাইকোর্টও উড়ানে মাস্ক পরার বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছিল।