সিবিআই ডিরেক্টরকে নোটিশ বম্বে হাইকোর্টের, নিয়োগ চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা

সিবিআইয়ের প্রধান হিসেবে আইপিএস অফিসার সুবোধের নিয়োগকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Must read

প্রতিবেদন : সিবিআই প্রধান সুবোধ কুমার জয়সওয়ালের নিয়োগ নিয়েই উঠল গুরুতর প্রশ্ন। সিবিআইয়ের প্রধান হিসেবে আইপিএস অফিসার সুবোধের নিয়োগকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ওই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার সিবিআই ডিরেক্টর–সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নোটিশ পাঠিয়েছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এম এস কার্নিকের ডিভিশন বেঞ্চ। ১৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে সকলকেই নোটিশের জবাব দিতে হবে।

আরও পড়ুন-বিজেপির রোষে দিল্লির বাঙালি মহল্লার মাছ ব্যবসায়ীরা

ওইদিনই হবে এই মামলার পরবর্তী শুনানি। মামলাকারী তাঁর আবেদনে বলেছেন, ১৯৪৬ সালে দিল্লি পুলিশ এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিবিআই প্রধান হওয়ার জন্য উপযুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু আইপিএস অফিসার সুবোধের তা নেই। দুর্নীতিবিরোধী মামলার ক্ষেত্রেও তার যথাযথ অভিজ্ঞতার অভাব রয়েছে। সকলেই জানেন, দায়রা আদালত ও সুপ্রিম কোর্ট এর আগে সুবোধ কুমারের নেতৃত্বাধীন বিশেষ দলের তদন্তের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। এ ঘটনায় তাঁর বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন ওঠে।

আরও পড়ুন-আরতি কটন মিল কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ শ্রমিকদের

কিন্তু এমন একজন ব্যক্তিকে সিবিআইয়ের ডিরেক্টর পদে নিয়োগের জন্য যে কমিটি রয়েছে সেই কমিটিও বিষয়টি খতিয়ে দেখেনি। আবেদনকারী আদালতে আরও বলেছেন, অবিলম্বে সুবোধ কুমারের নিয়োগ খারিজ করতে হবে। একই সঙ্গে তাঁকে বলতে হবে কার সুপারিশে তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ পদে বসেছেন। এই মামলা যতদিন না শেষ হচ্ছে ততদিন সিবিআই প্রধান পদ থেকে তাঁকে সরে দাঁড়াতে হবে।

Latest article