মাস্ক (Mask) ফিরল মহারাষ্ট্রে (Maharashtra)। প্রকাশ্য স্থানে মাস্ক (Mask- Maharashtra) পরা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করল মহারাষ্ট্র সরকার। বিশেষজ্ঞরা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সতর্কবার্তা আগেই দিয়েছেন। এরই মধ্যে মহারাষ্ট্রে ফের নতুন করে সংক্রমণ (Covid) বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ার কারণেই প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। তবে এখনই মাস্ক না পরলে জরিমানা আদায়ের মতো কোনও কঠিন পদক্ষেপ করছে না সরকার। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ইতিমধ্যেই প্রতিটি জেলার জেলাশাসককে চিঠি দিয়ে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার কথা জানিয়ে দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, বাস-ট্রেন, বিভিন্ন অফিস, সিনেমা হল, হাসপাতাল, স্কুল-কলেজে বাধ্যতামূলকভাবে সকলকেই মাস্ক পরতে হবে।
আরও পড়ুন: ওড়িশায় গোটা মন্ত্রিসভার পদত্যাগ