প্রতিবেদন : সংস্থা কেনার পরই এলন মাস্ক বলেছিলেন তিনি সংস্থায় খোলনলচেতে বদল আনবেন। ট্যুইটার কেনার পরই মাস্ক সিইও পরাগ আগরওয়াল, বিজয়া গাড্ডে, সিএফও নেড সেগাল-সহ বেশ কিছু শীর্ষ আধিকারিককে ছাঁটাই করেন মাস্ক। এবার সংস্থার পুরনো পরিচালকদেরও ছেঁটে ফেললেন টেসলা কর্ণধার।
আরও পড়ুন-দিল্লির জুতো কারখানায় আগুন, মৃত ২
জল্পনা ছিল ট্যুইটার অধিগ্রহণ করলে মাস্ক কর্মী ছাঁটাই করবেন। সেই জল্পনা ইতিমধ্যেই সত্যি হয়েছে। শীর্ষ আধিকারিকদের পর সংস্থার সাধারণ কর্মীদেরও সরানো হবে বলে খবর। শীর্ষ আধিকারিকদের ছাঁটাই করার জন্য মোটা অঙ্কের টাকাও গুনতে হয়েছে তাঁকে। যদিও তাতে দমছেন না ট্যুইটারের নতুন মালিক। সোমবার রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মালিকানার হাতবদলের আগে ট্যুইটারের পরিচালক হিসেবে ছিলেন সংস্থার চেয়ারম্যান ব্রেট টেলর, সিইও পরাগ আগরওয়াল। তাঁদের দু’জনকেই পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরাগ আগরওয়ালকে ছাঁটাই করা হলেও এবার আর এক ভারতীয় বংশোদ্ভূতকেই তিনি সংস্থার কাজে নিয়োগ করলেন। ট্যুইটারকে নতুন করে সাজিয়ে তোলার জন্য মাস্ক কয়েকজন পরামর্শদাতা নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণন। কৃষ্ণন অবশ্য ট্যুইটারে নতুন নন।