বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হবে গেইলদের

Must read

শারজা, ২৮ অক্টোবর : মরণ-বাঁচন ম্যাচ। শুক্রবারের ম্যাচকে এভাবেই চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। আর ২২ গজের এই লড়াইয়ে পরস্পরের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। দুটো দলই নিজেদের প্রথম দুটো ম্যাচ হেরে প্রবল চাপে। শুক্রবার যে দল জিতবে, তারা শেষ চারের দৌড়ে থাকবে। পরাজিত দল ছিটকে যাবে টি-২০ বিশ্বকাপ থেকে।

গতবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের পারফরম্যান্স এক কথায় শোচনীয়। দু’ম্যাচ হেরে গ্রুপের তলানিতে কায়রন পোলার্ডরা। নেট রানরেটে ওয়েস্ট ইন্ডিজের (-২.৫৫০) থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ (-১.৬৫৫)! গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে যুক্ত হয়েছেন প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডার। বাঁ হাতি পেসার ওবেড ম্যাকয় চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন হোল্ডার। অভিজ্ঞ অলরাউন্ডার স্ট্যান্ড বাই হিসেবে দলের সঙ্গেই ছিলেন। হোল্ডারের অর্ন্তভুক্তিতে বাংলাদেশ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শক্তি বেডে় গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, শাকিব আল হাসানদের কাছেও শুক্রবারের ম্যাচটা ডু অর ডাই। দলে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও, চলতি বিশ্বকাপে বাংলাদেশকে বড্ড বেশি শাকিব নির্ভর দেখাচ্ছে। গোদের ওপর বিষফোড়ার মতো ওপেনিং জুটি নিয়েও সমস্যায় বাংলাদেশ শিবির।

Latest article