প্রতিবেদন : আজ, শনিবার দেশবিদেশের লক্ষ লক্ষ মতুয়াভক্ত জড়ো হবেন ঠাকুরনগরের মতুয়া ধামে। প্রতিবারের মতো এবছরও শনিবার চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সেখানে বসছে বারুনির মেলা। মন্দিরে পুজোর পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে এই মেলা চলবে সাত দিন। শুক্রবার থেকেই ঠাকুরবাড়ি আসা শুরু হয়েছে মতুয়া ভক্তদের। তার আগেই মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার।
আরও পড়ুন-আজ শুরু ভোটকর্মীদের প্রশিক্ষণ
মন্দিরে পুজো দিয়ে মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, গাইঘাটার আইসি রাখহরি ঘোষদের নিয়ে। সুপার জানান, মেলায় যাতে কোনওরকম অপ্রীতিকার ঘটনা না ঘটে, সে জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। ঠাকুরবাড়িতে তৈরি করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সেখানে ৫০০ পুলিশ কর্মী মোতায়েন আছেন। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করেও নজরদারি চলবে।