আজ শুরু ভোটকর্মীদের প্রশিক্ষণ

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই প্রথম দফার প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। এদিকে হোম ভোটিংয়ের প্রক্রিয়াও শুরু হতে চলেছে৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : শনিবার থেকে দুদিনের প্রশিক্ষণ শুরু হচ্ছে ভোট কর্মীদের। দ্বিতীয় দফার এই প্রশিক্ষণ হবে কোচবিহার লোকসভা কেন্দ্রে। ১২ হাজারের বেশি ভোট কর্মী এ-বছর লোকসভায় দায়িত্ব পালন করবেন বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে।

আরও পড়ুন-পাঠ্যবইতে গেরুয়া সন্ত্রাস, মুছে ফেলা হল বাবরি ধ্বংস, গুজরাট দাঙ্গার ইতিহাস

কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই প্রথম দফার প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। এদিকে হোম ভোটিংয়ের প্রক্রিয়াও শুরু হতে চলেছে৷ ৮৫ বছরের বেশি বয়সের যারা তাদের একটি তালিকা তৈরি করেছে প্রশাসন। প্রশাসন জানিয়েছে প্রায় তিন হাজারের বেশি প্রবীণ ভোটার এই তালিকায় আছেন। কোচবিহারে জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানিয়েছেন, যারা আবেদন জানিয়েছেন হোম ভোটিং-এর জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

Latest article