সুমন তালুকদার, বনগাঁ : পুরনির্বাচন সামনে। সেই লক্ষ্য সামনে রেখেই তৎপর উত্তর ২৪ পরগনার চারটি সাংগঠনিক জেলার সভাপতিরা। বনগাঁ সাংগঠনিক জেলায় রয়েছে বনগাঁ ও গোবরডাঙা এই দুটি পুরসভা। এই দুটি পুরসভাই এখন পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। বিজেপিও কোমর বেঁধেছে। যদিও বিজেপির সম্ভাবনা একেবারেই নেই। কারণ দুটি পুরসভাতেই বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-উন্নয়নকে সামনে রেখেই ভোট চাইবেন প্রার্থীরা
এই অঞ্চলে মতুয়া সম্প্রদায় ও ওপার বাংলার প্রচুর মানুষ বসবাস করেন। বনগাঁ মহকুমায় লোকসভা ও পরবর্তীতে বিধানসভা নির্বাচনে মতুয়াদের প্রলোভন দেখিয়ে বিজেপি ভাল ফল করেছিল। স্বরূপনগর ও পরবর্তীতে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এই দুটি বিধানসভাই বর্তমানে তৃণমূলের দখলে। বাকি তিনটি বিজেপির। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির মিথ্যাচার ও প্রতিশ্রুতিভঙ্গের কারণে মতুয়ারা বিজেপির সঙ্গ ছাড়ছেন।
আরও পড়ুন-বেঙ্গল সাফারিতে হেঁটেই দেখা মিলবে চিতাবাঘের
এমনকী বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খুলছেন মতুয়ারা। সেই সঙ্গে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বও চরমে উঠেছে। সেই কারণেই পুরসভা নির্বাচনের আগে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস, মত রাজনৈতিক মহলের। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার বলেন, প্রার্থী-তালিকা তৈরি কাজ শুরু হয়েছে। প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি ও দলের প্রতি নিষ্ঠার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
দলবদলুদের নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুর এলাকার প্রতিটি মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর উন্নয়নের খুঁটিনাটি জানিয়ে জনসংযোগ বাড়ানোর কাজ শুরু হয়েছে। আলোরানির দাবি, বনগাঁয় আর বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারবে না।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…