প্যারিস, ২৪ মে : সদ্য পিএসজির নতুন চুক্তিতে সই করেছেন। কিলিয়ান এমবাপে আরও তিন বছরের জন্য থেকে গিয়েছেন পুরনো ক্লাবে। যদিও অদূর ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ফরাসি তারকা।
ছোটবেলার থেকেই এমবাপে রিয়ালের সমর্থক। তাঁকে দলে পেতে গত কয়েক বছর ধরেই ঝাঁপিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু এমবাপে অধরাই থেকে গিয়েছেন। এবারও খবর ছিল, মরশুম শেষ হলেই এমবাপের গায়ে রিয়ালের জার্সি উঠতে চলেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি পিএসজিতেই থেকে গিয়েছেন। যদিও এমবাপের বক্তব্য, ‘‘রিয়ালের হয়ে খেলার স্বপ্নটা শেষ হয়নি। কখনও শেষ হবেও না। ভবিষ্যতে কী হবে, আমরা কেউ জানি না। তবে এখন আমার পুরো ফোকাস পিএসজিকে নিয়েই।’’
আরও পড়ুন-জয়ী প্রজ্ঞানন্দ
এদিকে, এমবাপে শেষ পর্যন্ত না আসায় বেজায় ক্ষুব্ধ রিয়াল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে এমবাপে বলছেন, ‘‘আমি ওদের হতাশা বুঝতে পারছি। রিয়াল মাদ্রিদের মতো অসাধারণ একটা ক্লাব আমাকে আন্তরিকভাবে চেয়েছিল, এটা আমার কাছে বিরাট বড় সম্মান।’’ এমবাপে আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তিনি রিয়ালের হয়েই গলা ফাটাবেন। এমবাপে বলেন, ‘‘আমার ঘর প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ওই ম্যাচে আমি রিয়ালের এক নম্বর সমর্থক। চাইব ওরাই কাপ জিতুক।’’