সরেজমিনে কাজ দেখতে মেয়র

Must read

প্রতিবেদন : টালি নালার আমূল সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় কলকাতা পুরসভা আদি গঙ্গার সংস্কারের কাজ শুরু করেছে। শনিবার সেই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। আদিগঙ্গা পলিমুক্ত করার পাশাপাশি তীরের সৌন্দর্যায়নের কাজ চলছে। কলকাতা পুরসভা এলাকার বাইরে কাজ করবে রাজ্যের সেচ দফতর। প্রথম দফায় ৪.৭ কিলোমিটার পুরসভা এলাকায় কাজ হবে। খরচ হবে ১১.১৬ কোটি টাকা। শনিবার মেয়র জলপথে টালিনালা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। গরিব মানুষের বস্তি অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে শহর কলকাতায় আরও নতুন নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে রাজ্য স্বাস্থ্য দফতরের সহযোগিতায় কলকাতার ১৪৪টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়া হয়েছে। শনিবার চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে তারই সূচনা করে মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানান, এই ওয়েলনেস সেন্টারে ২৪ ঘণ্টা ডাক্তার, নার্স ও চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। এটি চালু হলে যেকোনও সুপার স্পেশ্যালিটি হাসপাতাল বা রেফারেল হাসপাতালের ওপর কম গুরুত্বপূর্ণ রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যাবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে খুঁজেই পাওয়া যাবে না এ রাজ্যে বলে মন্তব্য ফিরহাদের।

আরও পড়ুন-বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আসছেন হাওড়ায়

Latest article