প্যারিস, ২০ ডিসেম্বর : টাইব্রেকারে রুদ্ধশ্বাস ফাইনাল হেরে অল্পের জন্য টানা দু’বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করেছে ফ্রান্স। ছোঁয়া হয়নি ইতালি ও ব্রাজিলের কীর্তি। কিন্তু দেশে ফিরে বীরের অভ্যর্থনাই পেল ফরাসি ব্রিগেড। প্যারিসের প্লেস দ্য লা কনক্রোডে প্রায় ৫০ হাজার মানুষ হাজির ছিলেন কিলিয়ান এমবাপেদের বরণ করে নেওয়ার জন্য। বিশ্ব খেতাব ধরে রাখতে না পারলেও ফরাসিদের কাছে এমবাপেই সেরা। প্যারিস বিমানবন্দরে নামার পর রাতের অন্ধকারেও স্পষ্ট এমবাপের ম্লান মুখ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পেলেও খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণা ছিল তাঁর চোখে-মুখে।
আরও পড়ুন-জনজোয়ারে মেসিরা
বিমানবন্দর থেকে হোটেলে এসে ভক্ত-সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ফরাসি সুপারস্টার। এমবাপে এদিনই ২৪-এ পা দিলেন। তরুণ তারকার পাশে দাঁড়িয়ে কোচ দিদিয়ের দেশঁ। তাঁর মুখে সৌজন্যের হাসি। ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুর গলায় দেখা গেল জাতীয় পতাকার রঙের হাওয়াইন স্টাইলের হার। ফুটবলারদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। করিম বেঞ্জেমা, এনগোলো কন্তেদের ছাড়াই বিশ্বকাপে দুর্দান্ত খেলে দেশে ফিরে নায়কের মর্যাদাই পেল দেশঁর দল। এদিকে, ফরাসি ড্রেসিংরুমের খবর ফাঁস করার দায়ে অভিযুক্ত হয়েছেন ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড। শাস্তি হিসাবে তাঁকে অস্ট্রেলিয়া ম্যাচের পর খেলাননি কোচ দেশঁ। বিশ্বকাপ ফাইনালের পরেও সতীর্থদের সমালোচনা করেও কাঠগড়ায় পাভার্ড।