প্রতিবেদন : রাজ্যে প্রথম ধৃত আইএস জঙ্গির (IS Militant) যাবজ্জীবন সাজা ঘোষণা হল। আইএস জঙ্গি মহম্মদ মুসাউদ্দিন (MD Musauddin) ওরফে মুসার যাবজ্জীবন কারাদণ্ড দিল এনআইএ (NIA Special Court) বিশেষ আদালত। দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ রয়েছে মুসার (MD Musauddin) বিরুদ্ধে। ২০১৩-র অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর থেকেই তার খোঁজ করছিল কেন্দ্রীয় তদন্তকারী দল। ২০১৭-র জুলাই মাসে সিআইডির তদন্তকারী দল এবং জিআরপি-র যৌথ অভিযানে সে ধরা পড়ে বর্ধমান স্টেশন থেকে। হাওড়া-বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। গোয়েন্দাদের কাছে খবর ছিল, বীরভূমে এক গণহত্যার ছক কষছে মুসা। ২০১৪-য় কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর এক হ্যান্ডলারের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার যোগাযোগ। ক্রমশ অতি-সক্রিয় হয়ে পড়ে। বেশ কিছু যুবককে আইএসে ভিড়িয়েছিল সে। প্রথমে সিআইডি হেফাজতে থাকলেও পরে এনআইএ তদন্তভার নেওয়ার পর তাকে হেফাজতে নেয়। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। একটানা পাঁচ বছর তদন্তের পর তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (এ), ১২২, ১২৩ ধারায় এবং ইউপিএ-র ১৮, ২০ ও ৩৮ ধারায় এবং অস্ত্র আইনে মুসাকে দোষী সাব্যস্ত করল এনআইএ বিশেষ আদালত। শুক্রবার তার যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত।
আরও পড়ুন: গণধর্ষিতা নাবালিকা, নজরে বিধায়ক-পুত্র