সংবাদদাতা, রামপুরহাট : তরুণের আহ্বান ক্লাবের উদ্যোগে রামপুরহাট হাসপাতাল (Rampurhat Hospital) চত্বরে রোগীর পরিবারের জন্য মাত্র পাঁচ টাকায় খাবারের ব্যবস্থা ফের চালু হল শনিবার থেকে। সেই মহৎ কাজে উপস্থিত ছিলেন রামপুরহাট পুরসভার প্রধান সৌমেন ভকত।
তরুণের আহ্বান ক্লাবের সম্পাদক কৃষ্ণ চৌধুরি জানান, ২০১৮-র একুশে জুলাই রামপুরহাট হাসপাতাল (Rampurhat Hospital) চত্বরে সর্বপ্রথম পাঁচ টাকায় দুর্গামার রান্নাঘর নামক এই অভিনব ধারণা নিয়ে তাদের পথচলা শুরু হয়। মাঝে করোনা অতিমারির কারণে বিধি মেনে হাসপাতাল চত্বরে এই পরিষেবা বন্ধ রাখা হয়। পরিবর্তে বিভিন্ন জায়গায় দুর্গামার রান্নাঘর লকডাউনে পরিষেবা দেয়। হাসপাতালে সেই পরিষেবা আবার চালু হওয়ায় সবাই খুশি। খাবারের মেনুতে আগের মতোই থাকছে মিনিকিট চালের ভাত, মুগের ডাল, আলু-সয়াবিনের তরকারি, আমড়ার চাটনি ও আতপ চালের পায়েস। কৃষ্ণ বলেন, দুর্গামার রান্নাঘর তরুণের আহ্বানের একটি শাখা। মাত্র পাঁচ টাকা নেওয়া হয় এই কারণে, যাতে করে কারও আত্মসম্মানে ঘা না লাগে। যিনি খাবেন, তিনি যেন এমন না মনে করেন বিনিপয়সায় কাঙালিভোজন করছি।
আরও পড়ুন: অমরনাথের মেঘভাঙা বৃষ্টিতে হারিয়ে গেলেন বারুইপুরের বর্ষা