জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন পশ্চিম মেদিনীপুর জেলায় চুক্তির ভিত্তিতে ১২ জন স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।
শূন্যপদ: স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন): ৩ (অসংরক্ষিত ২, তফসিলি জাতি ১)। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক্স): ৩ (অসংরক্ষিত ২, তফসিলি জাতি ১)। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (জিঅ্যান্ডও): ৩ (অসংরক্ষিত ২, তফসিলি জাতি ১)। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (অপথ্যালমোলজিস্ট): ৩ (অসংরক্ষিত ২, তফসিলি জাতি ১)।
আরও পড়ুন-স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে অ্যাসিঃ প্রফেসর নিয়োগ
যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া বা ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত কোনও ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। এক বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: সি এম ও এইচ অফিস, জেলা স্বাস্থ্য ভবন, শরৎপল্লি, মেদিনীপুর টাউন, পশ্চিম মেদিনীপুর।
ইন্টারভিউ হবে ২৩ অগাস্ট ২০২২ তারিখ সকাল ১১টায়।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।
আরও পড়ুন-এসএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ
আবেদনের ফি: ১০০ টাকা। তফসিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা। অ্যাকাউন্ট নম্বর: ০৭৮৮০১০১৫৯৬০৩, আইএফএসসি কোড: PUNB0078820, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, শাখা: সেপাই বাজার (পশ্চিম মেদিনীপুর)।
ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র এবং যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।