পৌষ সংক্রান্তি থেকে কংসাবতী তীরে গঙ্গারতি চালু করছে মেদিনীপুর পুরসভা

আগেই সাজানো হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী তীরবর্তী গান্ধীঘাটকে। সেই সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ ঘাটে হাজির হন।

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : পৌষসংক্রান্তির দিন থেকে মেদিনীপুর (Midnapur) শহরের মুকুটে জুড়ছে নতুন পালক। পুরপ্রধান সৌমেন খান এই ঘোষণা করে জানান, বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদীবক্ষে নিয়মিত হবে আরতি। এই উদ্যোগ নিয়েছে মেদিনীপুর পুরসভা। সূচনা হচ্ছে পৌষসংক্রান্তিতে। আগেই সাজানো হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী তীরবর্তী গান্ধীঘাটকে। সেই সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ ঘাটে হাজির হন।

আরও পড়ুন-সংসদে হাম.লার জন্য পরিকল্পনা অনেক আগেই

এবার সেই গান্ধীঘাট সংলগ্ন কংসাবতী নদীবক্ষে নতুন সংযোজন গঙ্গারতি হবে বাড়তি আকর্ষণ। প্রতি মাসের পূর্ণিমা তিথিতে সেখানে হবে গঙ্গারতি। পাশাপাশি প্রতিষ্ঠা করা হবে রাম, সীতা ও মহাবীর মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাও হবে পৌষসংক্রান্তির দিনই। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন নদীবক্ষে গঙ্গারতি করার জন্য। সেই কারণে আমরা কংসাবতী নদীতে প্রতি পূর্ণিমা তিথিতে গঙ্গারতি করব। গান্ধীঘাট মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয় স্থান। সেই আকর্ষণ আরও বাড়বে গঙ্গারতি এবং রাম-সীতা ও মহাবীর মন্দিরের জন্য। মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করেছিলেন বলেই এই কাজটা করতে পেরেছি। এখানকার বিরোধী দলের সাংসদ পর্যন্ত দুবার এলাকায় এসে সৌন্দর্যায়নের প্রশংসা করে যান। এবার ঘাটের আকর্ষণ বাড়াতে চলেছে নতুন মন্দির ও গঙ্গারতির ব্যবস্থা।’

Latest article