সংবাদদাতা, মেদিনীপুর : পৌষসংক্রান্তির দিন থেকে মেদিনীপুর (Midnapur) শহরের মুকুটে জুড়ছে নতুন পালক। পুরপ্রধান সৌমেন খান এই ঘোষণা করে জানান, বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদীবক্ষে নিয়মিত হবে আরতি। এই উদ্যোগ নিয়েছে মেদিনীপুর পুরসভা। সূচনা হচ্ছে পৌষসংক্রান্তিতে। আগেই সাজানো হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী তীরবর্তী গান্ধীঘাটকে। সেই সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ ঘাটে হাজির হন।
আরও পড়ুন-সংসদে হাম.লার জন্য পরিকল্পনা অনেক আগেই
এবার সেই গান্ধীঘাট সংলগ্ন কংসাবতী নদীবক্ষে নতুন সংযোজন গঙ্গারতি হবে বাড়তি আকর্ষণ। প্রতি মাসের পূর্ণিমা তিথিতে সেখানে হবে গঙ্গারতি। পাশাপাশি প্রতিষ্ঠা করা হবে রাম, সীতা ও মহাবীর মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাও হবে পৌষসংক্রান্তির দিনই। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন নদীবক্ষে গঙ্গারতি করার জন্য। সেই কারণে আমরা কংসাবতী নদীতে প্রতি পূর্ণিমা তিথিতে গঙ্গারতি করব। গান্ধীঘাট মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয় স্থান। সেই আকর্ষণ আরও বাড়বে গঙ্গারতি এবং রাম-সীতা ও মহাবীর মন্দিরের জন্য। মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করেছিলেন বলেই এই কাজটা করতে পেরেছি। এখানকার বিরোধী দলের সাংসদ পর্যন্ত দুবার এলাকায় এসে সৌন্দর্যায়নের প্রশংসা করে যান। এবার ঘাটের আকর্ষণ বাড়াতে চলেছে নতুন মন্দির ও গঙ্গারতির ব্যবস্থা।’
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…